মিলন নাগ (ধর্মনগর) – ধর্মনগর মান্ডপপাড়া এলাকায় উদ্ধার হল এক বিরল প্রজাতির গোসাপ । জানা যায় মান্ডপপাড়া এলাকার এক পরিত্যক্ত জলাশয়ে প্রথমে প্রাণীটিকে দেখতে পায় এলাকার মানুষ । এরপর খবর দেওয়া হয় ধর্মনগর বনদপ্তরের অফিসে , তড়িঘড়ি ছুটে আসেন বনদপ্তরের আধিকারিকরা এবং উদ্ধার করে প্রাণীটিকে । বর্তমানে প্রাণীটিকে ধর্মনগর বনদপ্তরের আওতায় রাখা হয়েছে । বনদপ্তর সুত্রে জানা যায় উদ্ধার হওয়া গোসাপটি মনিটর লিজার্ড নামে পরিচিত ।