আজ দুপুর আনুমানিক ৩ টা নাগাদ BMS এর পথ অবরোধে ইট পাথর দিয়ে আক্রমণ করে CITu কর্মীরা। সাথে সাথে এসে হাজির হয় পুলিশ। কিন্তু পুলিশের ভূমিকা ছিলো লজ্জাজনক। পুলিশ অতর্কিতে আক্রমণ চালায় BMS কর্মীদের উপর। পুলিশ আক্রমণ করে ঘটনা স্থল থেকে অনেক দূরে থাকা নেশন লাইভের মালিক অয়ন ভৌমিকের উপর। এমনকি পথ চলতি জনতা কে মারধর করে পুলিশ। ঘটনায় আহত BMS এর বেশ কয়েকজন।