কিন্তু আজ সরকার বদলেছে , সেই সাথে বদলেছে কাজ কর্মের পদ্ধতিও , এখন পুলিসকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে নতুন মুখ্যমন্ত্রী , তাই রাজ্যের সর্বত্র নেশা বিরোধী অভিযানে নেমেছে আরক্ষা বাহিনী । আর তাতেই একের পর এক আসছে সাফল্য ।
আজ সন্ধ্যে ৭.৩০ টা নাগাত ধর্মনগরের ভারপ্রাপ্ত এস ডি পি ও দিপঙ্কর পালের নেতৃত্বে এক পুলিশী অভিযানে ধর্মনগর রেলগেট পাশ্ববর্তি দুর্গাপুর এলাকা থেকে নাণ্টূ পাল নামক এক ড্রাগস মাফিয়াকে ধরে । তার কাছথেকে ব্রাঊন সূগার , সিরিঞ্জ , টেবলেট ,৫টা মোবাইল সহ নগত কয়েক হাজার টাকা ও ১টী চুরির পালসার ২২০বাইক বাজেয়াপ্ত করে পুলিস ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ভারপ্রাপ্ত এস ডি পি ও দিপঙ্কর পাল বলেন যে ড্রাগসের একটি বিরাট চক্র কদমতলা থেকে পরিচালনা করছে যা ধর্মনগরের বিশেষ কিছু জায়গার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে , সেই সাথে আগামী দিনেও এই নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান তিনি ।