নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
দেশের সবচাইতে বড় ক্যান্সার হসপিটাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্স এর দ্বারা কুরুক্ষেত্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর উদ্বোধন করবেন মোদী।১২ই ফেব্রুয়ারী তাক চেনাল এ এই খবরটি প্রকাশিত হয়েছে। বর্তমানে বেড আছে পঞ্চাশটি। বছর শেষ হবার আগেই বেড এর সংখ্যা চারশ করা হবে। এর সাথে রয়েছে আশী থেকে একশ জনরোগীকে ওপিডিতে দেখার সুব্যবস্থা। ডক্টর জিকে রথ জানান দিল্লির আইমস থেকেও এখানে রোগীদের চিকিৎসার জন্য আনা হচ্ছে। হসপিটালে রোগীদের জন্য বেডের সংখ্যা পাঁচশ এর অধিক করার পরিকল্পনা ২০২০ পর্যন্ত। আগামী মার্চ মাস থেকেই এই হসপিটালে রেডিও থেরাপি সহ অপারেশন থিয়েটার শুরু হয়ে যাবে বলে জানা যায়। ক্যান্সার এর কোষ টার্গেটকারি প্রোটন বিম যুক্ত থেরাপির মাধ্যমে চিকিৎসা হবে। এই উন্নতমানের থেরাপি তে রেডিয়েশন এর প্রভাব অন্যত্র পরেনা। সঠিক উন্নত চিকিৎসার জন্য অত্যাধুনিক মেশিনের অর্ডার দেয়া হয়েছে। যেখানে বেসরকারি হসপিটালে এই মেশিনে চিকিৎসা করতে খরচ হয় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা, সেখানে এই হসপিটালে দশ টাকা দিয়েই হবে চিকিৎসা।