নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
দিমুথ করুণারত্নে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতেছিল তাঁর অধিনায়কত্বেই এশিয়ার প্রথম দল হিসেবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রে খবর ছিল, আসন্ন বিশ্বকাপে তাঁকেই শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা হবে। তবে করুণারত্নের গ্রেফতারের পর নাকি নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন করুণারত্নে। তিন চাকার একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে তাঁর গাড়ি । আহত হয়েছেন তিন চাকার চালক। জানা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন করুণারত্নে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা পুলিসের সামনে স্বীকারও করে নিয়েছেন করুণারত্নে। আগামীকাল তাঁকে আদালতে হাজিরা দিতে হবে বলে খবর।