নিউজ ডেস্ক কলকাতা ঃ-
সপ্তদশ লোকসভা নির্বাচন চলছে৷ ২৯ এপ্রিল রাজ্যের ৮ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহন পর্বকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ৷ আর এরই মধ্যে দুবরাজপুরে অবস্থা চরমে পৌঁছলে নির্বাচন কমিশন সেখানে ভোট বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে৷ বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সেই ছবি উঠে এসেছে৷ বুথের মধ্যে গ্রামবাসীদের হামলার অভিযোগের কথাও শোনা যাচ্ছে৷ আত্মরক্ষায় জন্য শূন্যে গুলি ছুঁড়েছে কেন্দ্রীয়বাহিনী ৷ শুধু তাই নয়, এই অবস্থায় দুবরাজপুরে ভোট বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ এর আগে বীরভূমের হাবিসপুরে ‘আক্রান্ত’হয় বিজেপি এমনই খবর উঠে আসে। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সামনেই হাতাহাতি হয় বলে জানা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি, দুবরাজপুরে বাইক থেকে নামিয়ে বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগের কথা জানা যায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে তা অস্বীকার করে শাসকদল৷ সকালেই খবর পাওয়া যায়, ইভিএম মেশিন খারাপ থাকায় বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল ভোট দিতে পারেননি৷ বীরভূমের ইলামবাজারের ৭টি বুথে বিজেপি এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগও তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
একনজরে বীরভূমের প্রার্থী পরিচয়-
তৃণমূল কংগ্রেস- শতাব্দী রায়
বিজেপি- দুধকুমার মণ্ডল
বামফ্রন্ট সমর্থিত প্রার্থী- ডাঃ রেজাউল করিম