নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২টি লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন৷ ২টি কেন্দ্র থেকেই ভোটে জয়ী হন তিনি৷ এবার সেই পথে হাঁটছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ নিজের ঘড় আমেঠি ছাড়া আরও একটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে সোনিয়া পুত্রকে৷ ২ কেন্দ্রে লড়াই করলেও একটি কেন্দ্রেও জিততে পারবেন না কংগ্রেস সভাপতি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী মানেকা গান্ধী। তাঁর কথায়, “আমেঠি এবং ওয়ানাড ২টি কেন্দ্র থেকেই আমাদের বিজেপি প্রার্থীরা বিপুল ভটে জয়লাভ করবেন।” যার অর্থ কংগ্রেস বা অন্য দলের প্রার্থীদের জেতার কোনও প্রশ্নই নেই। প্রথম লোকসভার ময়দানে রাহুল গান্ধীকে দুটি কেন্দ্র থেকে লড়তে দেখা যাবে৷ দ্বিতীয় যে কেন্দ্রটি কংগ্রেস সভাপতির জন্য বাছা হয়েছে তা হল কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রটি৷ দলের প্রবীণ নেতা এ কে অ্যান্টনি এই খবর ঘোষণা করা মাত্র উল্লাসে ফেটে পড়েন কেরল কংগ্রেসের নেতা ও কর্মীরা৷ রাহুলকে এই রাজ্য থেকে ভোটে দাঁড় করানো নিয়ে প্রথম থেকেই সক্রিয় ছিল কেরল কংগ্রেস লবি৷