
কলকাতাঃ- গত ১৬ ফেব্রুয়ারি বাক দেবীর পুজোকে ঘিরে গোটা রাজ্য ছিল উন্মাদনা। করোনার জন্য বন্ধ থাকা স্কুল গুলি খুলে যায় সরস্বতী পুজোর আগেই।প্রতিটি স্কুলেই হয় সরস্বতীর পুজো। সরস্বতী পুজোর দিনই হাওড়ার ডোমজুড়ে ঘটে প্রতিমা ভাঙ্গার মত ঘটনা।বিজেপি দাবী করে বলে কিছু দুষ্কৃতি হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ায় মূর্তি ভেঙে ফেলে। জানা যায় এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

