নিউজ ডেস্ক, ইসলামপুরঃ- দাড়িভিটে সিবিআই তদন্তের দাবিতে রায়গঞ্জে বিজেপির অনির্দিষ্টকালের রিলে অনশন আন্দোলনে আজ রাজ্য বিজেপি সম্পাদক সায়ন্তন বসু
দাড়িভিটে যারা গুলি চালিয়েছে তারা তদন্ত করতে পারেনা, তাই নিরপেক্ষ তদন্তের জন্য আমরা সিবিআই তদন্তের দাবি করছি। আর এই দাবিতেই বিজেপি রায়গঞ্জে অনির্দিষ্টকালের রিলে অনশন আন্দোলন করছে । আজ রায়গঞ্জ শহরে মহাত্মা গান্ধী রোডে বিজেপি কর্মীদের অনশন মঞ্চে যোগ দিয়ে এমন মন্তব্য করেন দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। দাড়িভিটের ছাত্র হত্যার ঘটনার বিষয়ে মানবাধিকার কমিশন কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য শীর্ষনেতা সায়ন্তন বসু। তিনি বলেন, আগামীকাল ডিআইজির নেতৃত্বে একটি দল দাড়িভিটে তদন্তে আসবেন।
ইসলামপুরের দাড়িভিটের পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত হবেই। খুব শীঘ্রই সিবিআই তদন্তের ঘোষনা হবে বলে জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু। উল্লেখ্য, দাড়িভিটে পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি এবং জেলার বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশি হয়রানির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপির রায়গঞ্জে চলা অনির্দিষ্টকালের রিলে অনশন আজ সপ্তম দিনে পরল। এই রিলে অনশন আন্দোলনে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।