অমরপুর: রাত পোহালেই ভোট এরই মাঝে ঘটে গেল অমরপুর মহাকুমায় মর্মান্তিক ঘটনা। অভাবের তাড়নায় ফাঁসিতে আত্মহত্যা এক যুবক। যুবকের নাম রাকেশ চন্দ্র সাহা। ঘটনাটি ঘটে সোমবার সকালে অমরপুর শংকর্পল্লি এলাকায়। জানা যায় ওই যুবক বেশ কয়েকমাস ধরে অর্থনৈতিক সঙ্কটে ভুগছিলেন। জানা যায় রবিবার গভীর রাতে বাড়ির সকলের অঘোচরে ঘর থেকে বেরিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করেন।

মৃত যুবক অমরপুর নগর পঞ্চায়েত এর অস্থায়ী সাফাই কর্মী ছিলেন প্রায় দুমাস ধরে বেতন পাচ্ছিলেন না এর ফলশ্রুতিতে অর্থনৈতিক সংকটে রবিবার গভীর রাতে সে ফাসিতে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন তার পরিবারসহ এলাকাবাসীরা। খবর পেয়ে ছুটে যান বীরগঞ্জ থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বাইট,,, পুলিশ। তার এই অকাল ফাঁসিতে স্তব্ধ গোটা এলাকার মানুষ সহ আত্মীয়স্বজনরা।
