নিউজ ডেস্ক, তুষার বিশ্বাস, উত্তর দিনাজপুর:- ইসলামপুর থানার সামনে ভারতীয় জনতা মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ ।
” উর্দু নয় বাংলা চাই, রাজেশ তাপস হত্যা মামলায় সিআইডি নয় সিবিআই চাই ” এই স্লোগান কে সামনে রেখে দাড়িভিট ছাত্র হত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল ভারতীয় জনতা পার্টির মহিলা সংগঠন মহিলা মোর্চা। আজ বেলা ১২ টা থেকে বিজেপি মহিলা মোর্চার কয়েকশো কর্মী সমর্থক ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের বক্তব্য, দাড়িভিটে দুই ছাত্রে মৃত্যুর ঘটনার পর থেকে পুলিশ ও তৃনমূলের হয়রানির প্রতিবাদে এবং এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতেই আজকে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করা হচ্ছে।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন প্রতিহত করতে পুলিশ গুলি চালিয়েছিল। পুলিশের গুলিতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। পাঁচদিন বাদে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিআইডির হাতে। কিন্তু মৃতদের পরিবার ও গ্রামের বাসিন্দাদের দাবি সিআইডি নয়, তদন্তের ভার দেওয়া হোক সিবিআই এর হাতে। আজ বিজেপির মহিলা মোর্চা এই দাবিতেই ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামে।