নিউজ ডেস্ক, ত্রিপুরাঃ-
রাজ্যের প্রবীণ উপজাতি শিল্পী থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী সম্মানে মনোনীত করায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা কে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন উত্তর-পূর্বাঞ্চলের আলাদা সংস্কৃতি এবং বৈচিত্রময় জীবন ধারা কে সম্মান দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রজাতন্ত্র দিবসের সকালে সরকারি আবাসে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য থাঙ্গা ডার্লং ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহরের দেউরাছড়া গ্রামের বাসিন্দা, তিনি “রোসেম” নামক বাদ্য যন্ত্রটি আবিস্কার করেছেন।তিনি এই “রোসেম” বাদ্য যন্ত্রটি জুম চাষের একটি ফল “ওং” থেকে তৈরি করেন।বর্তমানে থাঙ্গা ডার্লং একশ বছর এর বেশী বয়স্ক।থাঙ্গা ডার্লং পদ্মশ্রী সম্মানে মনোনীত হওায়ায় গোটা উনকুটি জেলা সহ সারা রাজ্যে খুশির হওয়া বইছে।