দুটি প্রায় একই ছবি কিন্তু রয়েছে অনেক পার্থক্য। দুটো ছবিতেই রয়েছে দেশের জাতীয় পতাকা। দ্বিতীয় ছবিটি আসামের ধুবড়ি জেলার যেখানে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনের ছাত্রদের নিয়ে বন্যার হাঁটু জলে দাড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এবং প্রথম ছবিটি ত্রিপুরা রাজ্যের, ছবিতে রয়েছে দুটি পতাকা একটি ভারতের জাতীয় পতাকা এবং আরও একটি ত্রিপুরার শাসক দল সিপিএইএম এর পতাকা। আমরা জানি, জাতীয় পতাকার উপর কোনো পতাকাকেই স্থান দেওইয়া যায় না। কিন্তু তার বেতিক্রম ঘটলো এই রাজ্য।
উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়ী অঞ্চলে আজ জাতীয় পতাকা উত্তোলন নিয়ে সিপিএইএম দলের উপর জাতীয় পতাকাকে অপমান করবার অভিযোগ উঠে।
তাছাড়া আজ সামাজিক মাধ্যমে রাজ্যে সিপিএইএম দ্বারা অস্বাভাবিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের বিভিন্ন ছবি ভাইরাল হয়ে উঠে।