
আগরতলার কর্নেল চোমূহনী স্থিত CMO অফিসে ৪৫ বছরের উপরে ব্যাক্তিদের covid- টিকা দেওয়া হচ্ছে। CMO অফিসার দেবাশীষ দাস জানিয়েছেন যে, গত বৃস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী করোনা ভ্যাকসিন প্রদান শুরু করল রাজ্য সরকার।আজ দ্বিতীয় চলছে,৬০ বছরের ঊর্ধ্বে সকলকে এবং ৪৫ থেকে ৫৯ বছর পর্যন্ত যারা জটিল রোগে আক্রান্ত তাদেরকে এই বিশেষ অভিযানে টিকা নেওয়ার কথা বললেন। CMO officer দেবাশীষ দাস পুরো বিষয়টি পর্যবেক্ষণ করলেন।
