নিউজ ডেস্ক, আগরতলাঃ- ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য গড়ে তোলার ডাক, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ।
বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি ও আইপিএফটি জোট সরকারের বিপুল জয় লাভের পর, পঞ্চায়েত উপনির্বাচনেও বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভে রাজ্যে বিজেপি যে কতটা শক্তি বৃদ্ধি করেছে তা বলাই বাহুল্য । বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে আয়োজিত এক জনজমায়েত অনুষ্ঠানে নিজ বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের বিজেপির বিপুল জয়ে, জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, পঞ্চায়েতকে দুর্নীতি মুক্ত করা গেলে তবেই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা হিসাবে গড়ে তলা সম্ভবপর হবে তাই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য পঞ্চায়েতের মধ্যে দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান তিনি ।
পাশাপাশি তিনি বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার যেসমস্ত পরিকল্পনা গুলি গ্রহণ করেছে সেগুলিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে, তাই তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের মিলিত ভাবে এবং নিষ্ঠার সাথে কাজ করার কথা বলেন। সেইসাথে সমস্ত গ্রাম অঞ্চল গুলিকে পাকা রাস্তার সাথে যুক্ত করার কথাও বলেন তিনি । অপরদিকে আসন্ন দুর্গাপূজায় চাঁদার জুলুম প্রসঙ্গে, পুজো কমিটি গুলিকেও একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন কোন ক্লবের পক্ষ থেকে চাঁদার জুলুমবাজি সহ্য করা হবেনা, সাধারণ মানুষ যে যার ক্ষমতা অনুযায়ী চাঁদা দেবে সেই টাকাই ক্লাবগুলিকে নিতে হবে। সেইসাথে তিনি এও বলেন যে, আজকের পর থেকে যদি কোন ক্লাবের বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়ের কোন অভিযোগ আসে তাহলে সেই ক্লাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।