নিউজ ডেস্ক,কলকাতাঃ- মেয়ো রোডে দাঁড়িয়ে গত ডিসেম্বর মাসে ভাজপার সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন,যত ক্ষণ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার তৈরি হচ্ছে,ততক্ষণ উনিশটা রাজ্যের সরকারের কোনও মূল্য নেই। তিনি যে সেই লক্ষ্যে স্থির রয়েছেন সেটা বুঝিয়ে দিলেন মালদায়৷২০১৯-এর লোকসভা ভোটের প্রচার তিনি শুরু করেছেন পশ্চিমবাংলা থেকেই মঙ্গলবার বিজেপী সর্ব ভারতীয় সভাপতি শ্রীশাহ জানিয়ে দিলেন৷