নিউজ ডেস্ক, দিল্লীঃ-
রাজ্যসভার সাংসদ কেডি সিংহের দুইশ আটত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।তিনি তৃণমূলের রাজ্য সভার সাংসদ। সেবি এক হাজার নয়শ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করে তাঁর বিরুদ্ধে।
অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালিটি লিমিটেড কেডি সিংহের সংস্থা। কে ডি র চণ্ডিগড়ে অ্যালকেমিস্টের শো রুম, পাঞ্চকুলার জমি এবং হিমাচলের সিমলার কুফরির বাংলোও আছে এই বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে।এগুলি এনফোর্সমেন্ট বিভাগ সোমবারই বাজেয়াপ্ত করেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তে নেমে এদিনই সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করে।তৃণমূল সাংসদ কেডি সিংহের বিরদ্ধে এক হাজার নয়শ কোটি টাকা প্রতারণা মামলার ভিত্তিতেই তদন্ত চলছে।
এর আগেও চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তৃণমূল এই সাংসদের। সেবি আদালতে তথ্য প্রমাণ দিয়ে দাবি করে যে মুম্বইয়ের এক কারবারির সাহায্যে চিটফান্ডের নামে বাজার থেকে টাকা তোলেন তৃণমূল সাংসদ। সেই টাকার পরিমাণ ছিল ছয়শ চুরাশি কোটি। কে ডি সিংহের নামে প্রায় আরাইশ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে খুদ কলকাতাতে।
নারদাকাণ্ডেও জড়িয়ে ছিল সিংহের নাম।ম্যাথু স্যামুয়েল এর যে স্টিং অপারেশনে তোলপাড় হয়েছিল পশিমবাংলার রাজনীতি তার প্রধান সহায়ক ছিলেন কে ডি সিং, এই অভিযোগও রয়েছে উনার বিরদ্দে।খবরে প্রকাশ যে স্টিং অপারেশনের জন্য প্রায় আশি লক্ষ টাকা দিয়েছিলেন।
কেডির সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালিটি লিমিটেড অবৈধভাবে পাওয়া চিট ফান্ডের টাকায় শুরু হয়েছিল বলে অভিযোগ।এই সংস্থার বিরুদ্ধে চলছে তদন্ত।কোনও অনুমোদন ছাড়াই চলছিল এই সংস্থা।