নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
৩ তালাক প্রথা রদ করে দেবেন ক্ষমতায় ফিরলে। মুসলিম অধ্যুষিত এলাকায় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ৫ই মে নির্বাচনী জনসভায় উত্তর প্রদেশের ভাদোহি এলাকায় হাজির ছিলেন। সেখানেই ৩ তালাক প্রথার বিরুদ্ধে সরব হন তিনি। প্রধানমন্ত্রী জানান ‘মুসলিম বোন’দের জন্য যেভাবেই হোক ৩ তালাক বিল সংসদে পাশ করাবেনই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ তালাক প্রথা অত্যন্ত ভয়ানক এবং অনেক মুসলিম রাষ্ট্রে তা নিষিদ্ধ করা হয়েছে বলে জনসভায় দাবি করেন। “বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে ৩ তালাক প্রথার প্রচলন নেই একথা ভাদহির সভায় দাঁড়িয়ে বলেন মোদী। মেয়েদের লুন্ঠন করা হয় এই প্রথার নামে। আমরা নজর দেব অন্য সকল দেশের পাশাপাশি আমাদের দেশের মুসলিম বোনেরাও যাতে একই সম্মান পায়। ৩ তালাক বিল লোকসভায় পাশ হয়ে গেলেও তা রাজ্যসভায় আটকে যায়। একাধিক বিল পাশ করাতে গিয়ে একই ধরণের প্রতিকূলতার মুখোমুখী হতে হয়েছে মোদী সরকারকে। অন্যদিকে এই ৩ তালাক বিল মুসলিমদের ধর্মাচারণের পরিপন্থী বলেও দাবি করেছেন অনেকে। এই বিষয়ে ভাদহিতে মোদী বলেন, “ইসলামিক রেওয়াজ মেনেই আমরা সংসদে ৩ তালাক বিল পেশ করেছিলাম। কোনও ধর্মকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। সকলকে সমানাধিকার দেওয়াই আমাদের লক্ষ্য। রাজ্যসভায় এই ৩ তালাক বিল আটকে যাওয়ার জন্য বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে কাঠগড়ায় তুলেছেন মোদী। সেই সকল বিরোধী রাজনৈতিক দলের প্রতি উনার কটাক্ষ, ৩ তালাকের নামে মুসলিম বোনেদের ভয়ের মধ্যে রেখে দিয়েছে কংগ্রেস এবং তাদের সহযোগীরা।