![]() |
তাজ মহল, আগ্রা |
প্রশ্ন উঠেছে তাজমহল কি সত্যিই শাহজাহান মমতাজের জন্য বানিয়েছিলেন, না কি এটি একটি শিব মন্দির ছিলো? কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে তার অবস্থান স্পট করার নির্দেশদিলো কেন্দ্রীয় তথ্য কমিশন। অনেকে তাজমহল কে শিব মন্দির দাবি করে আদালতের দারস্থ হয়েছিলেন। ঐ বিষয়ে আরটিআই দিয়ে B K S R আয়ানগার স্পষ্টিকরণ চেয়েছেন। এই বিতর্কের মীমাংসা চেয়ে কেন্দ্র সরকারের দারস্থ কেন্দ্রীয় তথ্য কমিশন।