![]() |
ডোকলামে ভারতীয় সেনা। ছবি: Zee News
|
৫০ দিন ধরে চিনের চৌখ দেখানো পাত্তা দিচ্ছে না ভারত। চিন বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে চলেছে। ডোকলাম এলাকা তাদের বলে চিন দাবি জানলেও ভারত ও ভূটান তা অস্বীকার করেছে। অন্যদিকে ভারত যেকোনো পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখতে চায়। ৬২ এর পুনরাবৃত্তি ভারত চায় না। তাই যথেষ্ট সেনা মোতায়েন করছে সীমান্তে।
জরুরি বৈঠকে বসে কেন্দ্র সিকিম সীমান্ত থেকে অরুণাচল পর্যন্ত প্রায় ১৪০০ কিঃমিঃ এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করেছে। সীমান্তে প্রায় ৪৫০০০ সেনা কে তৈরি থাকার নির্দেশ দেয়া হয়েছে।