নিউজ ডেস্ক কলকাতা ঃ-
জয় শ্রী রাম এখন গালাগালি হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। সেই বিষয়টি নিয়ে মজা করতে গিয়েই ঘটল বিপত্তি। ১ নাবালক সহ ৩ জনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ২ তৃণমূল কর্মীর বিরুদ্ধে জয় শ্রী রাম স্লোগান দেওয়ার অপরাধে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত গোয়ালজাল ফেরিঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানা স্বর্ণকার এবং জয় হালদার নামে ২ যুবক তাঁদের এক বন্ধুর দাদার বিয়েতে গিয়েছিলেন। সকলের সঙ্গে রাতে খেতে বসে তাঁরা ইয়ারকির ছলে ‘জয় শ্রী রাম’ বলে চিত্কার করে। সেই সময় সেখানে উপস্থিত তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত নিত্য এবং জয়ন্ত নামে ২ ব্যক্তি তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রানা স্বর্ণকারের চোট তেমন গুরুতর না হলেও ঘটনায় আহত জয় হালদারকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সার জন্য ভরতি করা হয়। এই ঘটনায় রানা এবং জয় ছাড়া আরও এক নাবালকের উপরেও চড়াও হয়েছিল নিত্য এবং জয়ন্ত। যদিও তাকে কেবল বাকাবকি করেছিল বলে জানিয়েছে সেই নাবালক। ৮ই মে রাতের এই ঘটনার জেরে ৯ই মে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোয়ালজান রিফিউজি ফেরিঘাট সংলগ্ন এলাকা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখানো হয় ফেরিঘাট চত্বরে। পুলিশ এসে কোনোক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।