নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
কানহাইয়া কুমারের নির্বাচনী প্রচারের জন্য নিজের মায়ের দিব্যি পর্যন্ত নিচ্ছেন গুজরাটের কংগ্রেস MLA জিগনেস মেভানি। সিপিআইএম প্রার্থী কানহাইয়া কুমারকে ভোট দেবার জন্য জিগনেস মেভানি বিহারের বাগুসারাই পৌঁছে গেছেন এবং সেখানে ভোটের দাবি করছেন। বলা হচ্ছে যে মহাগঠবন্ধন, কানহাইয়া কুমারকে টিকিট দেয়নি কিন্তু কানহাইয়া কুমার সিপিআইএম এর টিকিটে বেগুসরাই থেকে নির্বাচন লড়বেন। আর এই কারণে কনহাইয়া কুমারের নির্বাচন প্রচারের জন্য জিগনেস মেবানি বাগুসারাই পৌঁছাছে। মেভানি গাড়িতে করে বাগুসারাই চক্কর কেটেছেন এবং সেখানে সে এটাই বলছেন যে ,আপনারা কানাইয়া কুমার কে ভোট দিন,আমি তাকে তিন বছর ধরে জানি ও খুব ভালো মনের মানুষ, আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি। আপনারা হয়ত জানেন যে কানাইয়া কুমারকে জিগনেস মেভানি ভাল মানুষ বলছেন তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চলছে। কানাইয়া কুমারের বিরুদ্ধে চার্জশীট প্রস্তুত। পাশাপাশি এই কনহাইয়া কুমার দশক পর্যন্ত জনসাধারণের ট্যাক্স উপর ফূর্তি করেছে, এবং পড়াশোনা সম্পন্ন করার পরে সরাসরি এই রাজনীতিতে যোগ দিয়েছে। শুধু এই নয়, কানহাইয়া কুমার ভারতীয় সেনাদের বিরুদ্ধেও আপত্তিজনক মন্তব্য করেছেন। কিন্তু মেবানি তার মায়ের দিব্যি খেয়ে তাকে ভালো মানুষ বলছে।