![]() |
আসামের ধুবড়ি জেলার ফকিরগঞ্জ নস্করা প্রাথমিক বিদ্যালয় ১৫ অগাস্ট ২০১৭, গভীর বন্যায় পতাকা উত্তোলন করছেন প্রধানশিক্ষক তাজেম শিকদার, এবং সঙ্গে দুই ছাত্র জইরুল আলি খান ও হায়দর আলি খান |
এই ছবিটি আজ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বিশেষ ছবি। ছবিটির বিশেষত ছবিটিকে দেখেই বুঝা যায়। গভীর বন্যায় একটি ঘরের পাশে দাড়িয়ে কিছু মানুষ জাতীয় পতাকা উত্তলন করছেন।
ছবিটি হল আসামের ধুবড়ি জেলার ফকিরগঞ্জ নস্করা প্রাথমিক বিদ্যালয়র। এবং গত তিন ধরে পুরো গ্রাম সহ এই বিদ্যালয়টি বন্যার কবলে। এই অবস্থায় সেখানে স্বাধীনতা দিবস পালনের প্রশ্ন ওঠার কথা নয়। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজেম শিকদার এই কথা মেনে নিতে পারছেন না যে, ১৫ ই অগাস্ট এবং এই বিশেষ দিনে বিদ্যালয়ে পতাকা উঠবে না। তাই তিনি দুই ছাত্র জইরুল আলি খান ও হায়দর আলি খানকে সঙ্গে নিয়ে বিদ্যালয় পৌঁছান এবং বিদ্যালয়ের হাঁটু জল চত্বরে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তাজেম ছাত্রদের উদ্দেশে দু’চার কথাও বলেন।
পরবর্তী সময়ে যখন তাজেম জানতে পারেন যে উনার এই ছবিটি আজ পুরো দেশ সামাজিক মাধ্যমে দেখছে এবং তা দেশের সর্বত্র ছড়িয়ে গেছে উনি বললেন ‘‘আমরা গর্বিত যে আমরা দেশের এত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি।’’
স্কুলের শিক্ষক মিজানুর রহমান এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন। তাজেম ও মিজানুর ছাড়াও অন্য দুই শিক্ষক নৃপেন রাভা ও জয়দেব রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এখন ভাবার কথা হল গিয়ে, যেখানে আজ আসামের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষরা হাঁটু জলে দাড়িয়ে পতাকা উত্তোলন করেছে কিন্তু কেন পাশের রাজ্য ত্রিপুরার রাজনৈতিক দল অস্বাভাবিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে তিরঙ্গার অপমান করছে?