নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেছেন রক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।একদিকে বায়ুসেনার ওইং কমান্ডার অভিনন্দনের ঘরে ফেরার খবরে আনন্দে মেতে গোটা দেশ,অপরদিকে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠকে বসেছেন রক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ।দিল্লিতে চলছে এই জরুরি বৈঠক।এছাড়াও রয়েছেন বায়ুসেনা,নৌসেনা ও স্থলসেনার প্রধানরা।দেশের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি নিয়েই এই বৈঠক বলে জানা যাচ্ছে।যদিও এই বৈঠক ঘিরে নিরবতা পালন করছে উভয়পক্ষই।গত কয়েকদিন আগেই ভারতীয় সেনা ঘাটিতে মিসাইল দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল পিএএফ।সূত্রের খবর দশটিরও অধিক পিএএফ যুদ্ধবিমান ভারতে প্রবেশের চেষ্টা করছিল।ফলে দেশের নিরাপত্তা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়,সুতরাং দেশের নিরাপত্তার বিষয়টিও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।এছাড়াও পাকিস্তান নিয়ে ভবিষ্যতে ভারতের রণকৌশল কি হবে তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে।