নিউজ ডেস্ক,কলকাতাঃ-
মামনি সিংহ রায়ঃ- আগামী ৪ মার্চ থেকে ময়নাগুড়ি জল্পেশে শিব চতুর্দশী উপলক্ষ্যে শুরু হতে চলেছে জল্পেশ মেলা।শতাব্দী প্রাচীন এই মেলা ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব জল্পেশ এলাকায়।জল্পেশ মাঠ এলাকা থেকে মন্দিরে যাবার পথে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবছরেও বাঁশের সাঁকো বানানো হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া।অপর দিকে মেলা উপলক্ষ্যে বিভিন্ন দোকান দারেরা জল্পেশ এলাকায় চলে এসেছে।মন্দিরে রঙ এর কাজ চলছে।শতাব্দী প্রাচীন এই মেলায় প্রতিবছর ব্যপক পুলিসি নিরাপত্তা লক্ষ করা যায়।সেই সাথে মেলা কমিটির প্রচুর ভলেন্টিয়ার রাও থাকে।মেলায় প্রচুর সি সিটিভি কেমেরা বসানো থাকে।
মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্র নাথ দেব জানান, এ বছরের কয়েকশতাধীক স্টল থাকবে জল্পেশ মেলায়।প্রতিবছর লক্ষাধিক ভক্তের সমাগম হয়।এবছরেও তার ব্যতিক্রম হবে না। আমাদের তৎপড়তা শুরু হয়ে গেছে।মেলার সময় মন্দিরে প্রবেশের জন্য ১০ টাকা ১০০ টাকার টিকিট পাওয়া যাবে।ইতিমধ্যেই নাগরদোলা, শিশুদের ট্রয়ট্রেন,চরকি চলে এসেছে।