ত্রিপুরা: রুপাইছড়ি কৃষি মহাকুমার অন্তর্গত বনকুলের মহামুনি এলাকার তরমুজ চাষীদের এবছর জলের অভাবে তরমুজ উৎপাদন খুবই খারাপ হয়েছে। অন্যান্য বৎসর এই এলাকার তরমুজ চাষীরা তরমুজ উৎপাদন করে লাভের মুখ দেখতেন কিন্তু এবার শুধুমাত্র জলের অভাবে মার খেতে হয়েছে তরমুজ চাষীদের। তরমুজ চাষের ব্যাপারে বলতে গিয়ে এক তরমুজ চাষী কমলা মগ জানান যে এবছর তারা যে টাকা খরচ করেছেন তরমুজ উৎপাদন করতে গিয়ে সে টাকাও তারা তুলে আনতে পারবেন না আর্থিকভাবে লোকসানের শিকার হবেন।

অন্য আরো এক তরমুজ চাষীও একই কথা বলেন যে এবার শুধুমাত্র জলের অপ্রতুলতার কারণেই তরমুজ চাষীদের লাভের মুখ দেখা হচ্ছে না। রুপাইছড়ি কৃষি মহাকুমা অফিসের ঢিল ছোড়া দূরত্বে তরমুজ চাষীদের এ রকম অবস্থা হলেও এ ব্যাপারে রুপাইছড়ি কৃষি মহাকুমার কর্তা বাবুদের কোনরকম হুশ নেই। আগে একটা সময় এই এলাকার উৎপাদিত তরমুজ সাবরুম এর বাইরেও বিভিন্ন জায়গায় বিক্রি হতো কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না।
