
প্রধানমন্ত্রী ভাষা ও সংস্কৃতিকে সম্মান করার জন্যই নতুন শিক্ষানীতি এনেছেন। যে শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণী মাতৃভাষায় শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে। মগ সমাজের দীর্ঘ দিনের দাবি ছিল আন্তর্জাতিক বৌদ্ধ কালচারাল ইউনিভার্সিটি। রাজ্য সরকার ইতিমধ্যেই তার জন্য পঁচিশ একর জমি নির্ধারণ করেছে।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শান্তিরবাজারে মগ সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান। তিনি বলেন, জনজাতি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে, যা সুদূর অতীতে কখনও হয়নি। প্রতিটি বাড়িতে বিদ্যুতায়ন, পানীয় জলের সংযোগ,স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শ্রীদেব জানান, সাব্রুমে আইসিপি, এসইজেড সহ একাধিক প্রকল্প মাথা তুলে দাঁড়িয়েছে। সাব্রুমকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই চিহ্নিত করা হয়েছে,যা ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন ও বিকাশকে তরান্বিত করবে।