নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে চলছে এনকাউন্টার।একদিকে যখন ওয়াঘা সীমান্তে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের ঘরে ফেরার খবরে দেশে খুশির হাওয়া বইছে,ঠিক তখন উপত্যকা থেকে ফের এল শহীদের খবর।এক সিআরপিএফ আধিকারিক এবং দুই পুলিশ আধিকারিক সহ মোট তিনজন আজ বিকেলে কাশ্মীরের হান্দওয়াড়ায় এনকাউন্টারে শহিদ হন।এছাড়াও মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকেরও।অপরদিকে নৌসেরা সেক্টর থেকেও শেলিংয়ের খবর আসেছে৷বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা৷চলছে ব্যাপক গোলা বর্ষণ৷পাকিস্তানকে উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷সূত্রের খবর শুক্রবার নৌসেরা সেক্টরে আনুমানিক বিকেল চারটে পনের মিনিট নাগাদ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷এরপরই ব্যাপক বোমা-গুলির লড়াই শুরু হয় দুইপক্ষের মধ্যে৷উরি সেক্টরে আজ সকালেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান৷ এক কাশ্মীরিও আহত হয়েছেন পাকিস্তানের শেলিংয়ের জন্যে৷