ধর্মনগর :ছত্তিশগড়ের মাওবাদী হামলায় শহীদ হন রাজ্যের বীর সন্তান শম্ভু রায়।উত্তর জেলার ভাগ্যপুরের বাসিন্দা ছিলেন তিনি। সেই খবর পেয়ে রাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে শম্ভু রায়ের বাড়িতে ছুটে যান রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। তিনি সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি বলেন যে শম্ভুর মা বাবা ভাই বোন দের মুখের দিকে তাকিয়ে তিনি বলতে পারেননি যে উনি বেদনাদায়ক দুঃখের খবর টা দিতে এসেছেন তিনি এও বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং তিনি এও বলেন যে এই ন্যাক্করজনক ঘটনায় তিনি নিন্দা ও ধিক্কার জানান তার সাথে সমবেদনা জানান শম্ভুর পরিবারকে ।

শম্ভুর পরিবারের সাথে থাকবেন এবং ভুলবেন না কোনদিনও এই কথা বলেন তিনি। এই বেদনা দায়ক ঘটনার খবর চাউর হতেই গোটা রাজ্য সাথে উত্তর জেলা এবং বাঘাপুর গ্রামের নেমে এসেছে শোকের ছায়া।
