নিউজ ডেস্ক বেঙ্গালুরু ঃ-
বেঙ্গালুরু এখন জঙ্গিদের নিশানায়। রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে প্রশাসন গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পরেই। ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বেঙ্গালুরু, মাইসুরু এবং কর্নাটকে । বেঙ্গালুরুর পুলিশ কমিশনার টি সুনীল কুমার সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, শহরের বিভিন্ন সংবেদনশীল জায়গা, বাস টার্মিনাল ,রেলস্টেশন ,বিমানবন্দর ,ধর্মীয় স্থান, বাজার, শপিং মল, মাল্টিপ্লেক্স,-সহ জনসমাগম হয় এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনী উত্তাপে ফুটছে বেঙ্গালুরু ও । ফলে সে দিক থেকে আগেই রাজ্য জুড়ে নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়েছে রাজ্যে জঙ্গি হামলা হতে পারে, গোয়েন্দা সূত্রে এমন সতর্কবার্তা আসার পর থেকেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে সম্প্রতি শ্রীলঙ্কায়। ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সেই ঘটনায়। সুনীল কুমার জানান, ওই জঙ্গি হামলার কথা মাথায় রেখেই নিরাপত্তায় কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছেন না তাঁরা। তিনি আরও জানান, রাজ্য জুড়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে নজরদারি চালানো সম্ভব হয়ে ওঠে না। সে ক্ষেত্রে সাধারণ মানুষকেও এ ব্যাপারে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, হোটেল, রেস্তরাঁ, পাব, শপিং মল, মাল্টিপ্লেক্স এবং সুপারমার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর–এর মতো প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়ছে। ২৫শে এপ্রিল নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক করে বেঙ্গালুরু পুলিশ। এই হাই-টেক শহরে দেশের নানা প্রান্ত থেকে কাজের জন্য বহু মানুষ ভিড় জমান। এখানে দেশি ও বিদেশি মিলে প্রায় পাঁচশোরও বেশি তথ্যপ্রযুক্তি কেন্দ্র আছে।