ভারত চিন উত্তপ্ত পরিস্থিতি কাজে লাগিয়ে RSS তার সমগ্র শক্তি নিয়ে ১ আগস্ট থেকে চায়না দ্রব্যের বিরুদ্ধে নামলো ভারতের রপ্তানির ১৮% দ্রব্য চায়না থেকে আসে। প্রশ্ন হচ্ছে ভারতীয়রা চায়না দ্রব্য প্রত্যাহার করলে ভারত কী প্রস্তুত তার বিকল্প গুণগত মান এবং সল্প মূল্যে ভারতীয় দ্রব্যের জোগান দিতে। RSS এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চায়না।