![]() |
সুবেদার রতন সিং |
ইনি সুবেদার রতন সিং। লোঙ্গোওয়াল ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের এই বীর গত ৯ই অগাস্ট বুধবার পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। ১৯৭১ এ পাকিস্তানের ২০০০ সেনা ও ৪৫ টি টেঙ্ক এর বিরুদ্ধে লড়াই করেছিলো রতন সিং সহ আরও ৭৯ জন ভারতীয় সেনা। এবং পরাজিত করেছিলো তাদের।
এই বীরের থেকেই অনুপ্রাণিত হয় তৈরি হয়েছিল ১৯৯৭ সালের ‘বর্ডার” ছবি। এবং রাষ্ট্রপতি ভি ভি গিরি দ্বারা উনাকে বীর চক্র পুরস্কার প্রদান করা হয়েছিল।