নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
উইং কমান্ডার অভিনন্দনকে ভারতীয় আধিকারিকদের হাতে তুলে দিল পাকিস্তানী আধিকারিকরা।অল্প কিছুক্ষণের মধ্যেই ভারতের মাটিতে পা রাখবেন অভিনন্দন।ওয়াঘা সীমান্তে পৌঁছানোর পর মেদিকেল চেকআপ চলছে অভিনন্দনের।দেশবাসীর উৎকন্ঠার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন উইং কমান্ডার অভিনন্দন।অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।কড়া নিরাপত্তায় আনা হচ্ছে বায়ুসেনার এই উইং কমান্ডারকে।তাঁকে স্বাগত জানাতে ভিড় জমছে ওয়াঘা সীমান্তে।পাকিস্তানী সেনার হাতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি বন্দি হন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার।এরপর থেকেই দেশ জুড়ে বাড়ছিল উৎকন্ঠা।অবশেষে ভারতের চাপে গতকাল তাঁকে ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ইমরান খান।