গুজরাটে পাটেল আন্দোলন নিয়ে শিরোনামে আসা হার্দিক পটেলের জন্য খারাপ খবর, গুজরাটে বিজেপির সুনামী দেখে উনার দুই বিশ্বস্ত সাথী বরুণ অর রেশমা বীজেপীতে যোগ দিলেন। এখন হার্দীক পটেল একলা পরে গেছেন। মূলত এই দুইজনের সাহায্যেই উনি অনেকটা পথ এগিয়েছিলেন।বরুণ অর রেশমার বক্তব্য হার্দীক নিজের লাভের জন্য কংগ্রেসে যোগ দিয়েছেন, তারা আরোও বলেন কংগ্রেস থেকে বিজেপি আনেক ভালো তাই তারা বীজেপীতে যাচ্ছেন।