নিউজ ডেস্ক কলকাতা ঃ-
৬ই ফেব্রুয়ারী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান খড়গপুরে তৃণমূলের দামামা বাজিয়ে দিলেন। মঞ্চে উঠেই তিনি পশ্চিমবঙ্গের মানুষদের ভালোবাসা এবং প্রণাম জানান।৬ই ফেব্রুয়ারী শিবরাজ সিং চৌহানের দুটি সভা করার কথা ছিল পশ্চিমবঙ্গে।কিন্তু বহরমপুরের সভায় হেলিকপ্টার নামার অনুমতি মেলেনি তাঁর জন্য ওই সভা বাতিল করা হল।আর কলাইকুন্ডায় হেলিকপ্টার নামিয়ে সোজা গাড়ি করে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।মমতা ব্যানার্জীকে আক্রমণ করে বলেন, ‘আপনি আমার হেলিকপ্টার নামতে দেননি, আমি গাড়ি করে এসেছি। গাড়ি ঢুকতে না দিলে, হেঁটে আসব। এই বাংলায় আমি আসবই।
উনি মমতা ব্যানার্জীর গুন্ডা নীতির উপর বলেন বিজেপির শাসনে অরাজকতা আর গুন্ডারাজ চলবে না। উনি আরও বলেন, এই প্রথম কোন মুখ্যমন্ত্রীকে দেখলাম একজন দুর্নীতিতে অভিযুক্ত আইপিএস অফিসারের পাশে দাঁড়িয়ে তাঁর জন্য ধরনা দিলো। উনি তৃণমূলের গুন্ডা নীতির নিন্দা করে বলেন, আপনি কিসের ভয়ে অভিযুক্ত অফিসারকে বাঁচাতে গেলেন? বাংলাকে বিনাশ করে দিচ্ছে দিদির সরকার। বাংলাদেশ থেকে আসা অবৈধ মানুষদের এরাজ্যে জামাই আদর করছে। উনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে ২৯ এর মধ্যে ২৯টি আসনই পাবে বিজেপি। কিন্তু আমি এর থেকে বেশি খুশি হব যখন এই বাংলায় বিজেপির জয় ধ্বনি উড়বে।