নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
পুলওয়ামার জঙ্গি হামলার পর থেকেই গোটা দেশ পাকিস্তানের বিরুদ্ধে এক রকম যুদ্ধ ঘোষণা করেছে।এবার সেই প্রতিবাদের রেশ এসে পড়ল ক্রিকেটেও। ব্রেবর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।পুলওয়ামা হামলার প্রতিবাদে সেই ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। ইমরানের নেতৃত্বে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
তাই ইমরান খানের প্রতি সম্মান জ্ঞাপনে তাঁর ছবি ছিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার দেওয়ালে। মুম্বইয়ের এই ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় বিশ্বের বড় বড় ক্রিকেটারদের পোট্রেট রয়েছে। সিসিআই-এর প্রেসিডেন্ট প্রিমল উড়ানি জানিয়েছেন, পুলওয়ামা হামলার প্রতিবাদেই তাঁরা পাক প্রধানমন্ত্রীর ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।