![]() |
শশী নীলকন্ঠ |
কবেই সংসার ছেড়ে সন্যাসী হয়েছেন আদিত্যনাথ, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী। জানেন কি উনার তিন বোন ও আছে কিন্তু সন্যাসী হবার পর ৫ বরের এই সাংসদ ইচ্ছে করলে নিজের পরিবারের জন্য অনেককিছুই করতে পারতেন, কিন্তু না সেই পথে হাটেননি যোগী জি। সমাজের জন্য সম্পূর্ণ সমর্পণ করেছেন নিজেকে। উপরে যার ছবি দেখছেন ইনি যোগীর সবচেয়ে ছোট বোন নাম শশী নীলকন্ঠ মন্দিরের বাইরে ফুল ও প্রসাদ সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। উনি বলেন বিগত ২৭ বছর ধরে দেখা পর্যন্ত করেননি যোগী জি পরিবারের সাথে।