নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল ভারত সরকার। রবিবার এইসব নেতাদের সরকারি গাড়ি এবং নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল।এই বিচ্ছিন্নতাবাদী নেতারা হলেন শাবির শাহ, বিলাল লোন,আব্দুল গনি ভাট, মীরওয়াইজ উমর ফারুক,হাসিম কুরেশি ।রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রবিবার সন্ধে থেকে এদের গাড়ি ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হবে।আর কোনও নিরাপত্তা দেওয়া হবে না বিচ্ছিন্নতাবাদী নেতাদের।এছাড়া আরও যেসব সুবিধা তারা পেয়ে থাকেন তাও বন্ধ করে দেওয়া হবে।