নয়া মোড় নিল কর্নাটকের রাজনীতি, ভোটের ফলাফল ঘোষণার পরথেকে সরকার গঠন নিয়ে নানান নাটক চলার পর যদিও রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি এস ইয়েদুরাপ্পা ।
কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ দিন অপেক্ষা করার বদলে শনিবার অর্থাৎ আগামিকালই বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে হবে ইয়েদুরাপ্পাকে। শুক্রবার সরকার গঠন সংক্রান্ত মামলাটি ফের ওঠে সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশ্যন বেঞ্চের সামনে। সেখানেই ইয়েদুরাপ্পার তরফ থেকে তাঁর আইনজীবী জানান, ইয়েদুরাপ্পা বিধানসভায় শক্তি পরীক্ষা দিতে রাজি আছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁকে আগামিকাল বিকেল চারটার মধ্যেই আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।
বিজেপির বিধায়ক ১০৪ জন। আর কংগ্রেস–জেডি (এস)-র ১১৭ জন। ফলে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে গেলে ইয়েদুরাপ্পাকে কংগ্রেস ও জেডি(এস)-এ ভাঙ্গন ধরাতে হবে। সে কারণে নিজের দলের বিধায়কদের একজোট রাখাটাই এখন রাহুল ও কুমারস্বামীর সবথেকে বড় চ্যালেঞ্জ। এজন্য তারা নির্বাচিত বিধায়কদের হায়দরাবাদে সরিয়ে নিয়ে গিয়েছে।
যদিও ইয়েদুরাপ্পার দাবি, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ভোটে জিতবেনই। আর তার জন্য ১৫ দিন অপেক্ষারও প্রয়োজন নেই।