15 থেকে 21 মার্চ নাগপুরে লকডাউন জারি হলো
মহারাষ্ট্রে COVID-19 মামলার উত্থানের মধ্যে রাজ্য সরকার ১৫ ই মার্চ থেকে নাগপুরে একটি লকডাউন চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউনটি ২১ শে মার্চ পর্যন্ত থাকবে নাগপুর পুলিশ কমিশনারেটের আওতাধীন সমস্ত অঞ্চলে লকডাউন চাপানো হয়েছে।
