ওয়েব ডেস্ক : হাতে গোনা আর কয়েকটা দিন। তারপরই চেন্নাইয়ে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু আইপিএল ২০২১। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে এবং মুম্বইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। আর তার আগে মহারাষ্ট্রে মারাক্তকভাবে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস । কারণ করোনা আক্রান্ত হয়েছেন ওয়াংখেড়ের আরও দুই গ্রাউন্ড স্টাফ। সংক্রমিত হয়েছে স্টেডিয়ামে কাজ করা আরও এক কর্মী। মুম্বই ক্রিকেট সংস্থার সূত্রে এমনটাই নিশ্চিত করা হয়েছে।

মার্চ থেকেই ভয়াবহ হয়ে উঠেছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যে কারণে সপ্তাহের শেষে সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র সরকার। শুক্রবার সন্ধে ৮টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউন জারি থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় মিলবে। পাশাপাশি প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত জারি করা হয়েছে নাইট কারফিউ। তার মধ্যেও মুম্বইতে আইপিএল আয়োজনে সবুজ সংকেত দিয়েছে সরকার। বলা হয়েছে, কোভিড বিধি মেনেই ম্যাচ হবে। ক্রিকেটারদের থাকতে হবে আইসোলেশনে। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশও নিষেধ। কিন্তু এরই মধ্যে নতুন করে তিনজন করোনা আক্রান্ত হওয়ায় বাড়ল উদ্বেগ। এর আগে স্টেডিয়ামের দশজন স্টাফের মধ্যে এই সংক্রমনটি ছড়িয়েছিলো। যদিও বর্তমানে তাঁদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর জানা যায়।
