নিউজ ডেস্ক, নিউ দিল্লিঃ – ঘুরে যাচ্ছে কেরলের রাজনৈতিক ভবিষ্যৎ , কমিউনিস্ট শাসিত রাজ্যে ফুটছে পদ্ম ফুল ।
সম্প্রতিক ভয়াবহ বন্যায় কেরলের ১৪টি জেলার মধ্যে ১৩টিই জলের তলায় চলে গেছিল , পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও, নিজেদেরকে পুরোপুরি সামলাতে পারেনি কেরলের কমিউনিস্ট সরকার তার মধ্যেই কেরলের কলেজগুলিতে ছাত্র নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP) -র সবকটি আসনই হারিয়ে কার্যত কোণঠাসা হয়ে পরল পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন কেরলের কমিউনিস্ট পার্টি ।
যেই কমিউনিস্ট পার্টি কিনা স্বয়ং সেবকদের চূড়ান্ত অপমান করেছিল, সেই স্বয়ংসেবকরাই বন্যার সময় কেরালার মানুষের পাশে দাড়িয়েছে আর তাতেই কেরালার জনগণ পরিষ্কার বুঝতে পেরেছে যে তাদের আপন কে আর কারা শুধু রাজনীতি করছে বলে মত বিশেষজ্ঞদের । সদ্য হওয়া কেরালার ঘোর বামপন্থী জেলা খাসরাগড়ে ৩টি কলেজের নির্বাচনে ABVP বামপন্থীদের পুরো সাফাই করে দিয়েছে। নির্বাচনের মোট ৩২টি আসনের মধ্যে ৩২টিতেই ABPV জয় লাভ করেছে। যেই কেরালায় হয় বামপন্থীরা জয়লাভ করে নতুবা কংগ্রেস জয়লাভ করে সেখানে ABVP-র এই ফলাফল কোনো ছোট ব্যাপার নয়, এটা একটা বড়ো রেকর্ড তৈরি করেছে । ABPV এর জয়লাভের পর সেখানের ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে তাদের এই বিপুল জয়কে উৎযাপন করে । ছাত্রছাত্রীরা গেরুয়া পতাকা উড়িয়ে ও জৌলুস বের করে। কেরালার জনগণের দাবি অনুসারে যেখানে সারা দেশের মধ্যে বামপন্থীদের শুধুমাত্র একটি শাখাই এই মুহূর্তে কেরালায় রয়েছে, যদি এখন নির্বাচন হয় তাহলে বামপন্থীদের অস্থিত চিরদিনের মতো শেষ হয়ে যাবে। ABVP এই অসামান্য সাফল্যের ফলে নিজের টুইটারে কেরালার ABVP সদস্যদের শুভেচ্ছা জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা রাজন দুবে।
ABVP wins all the 32 seats in the colleges of Kasaragod district of Kerala.Congratulations all the Karyakartas and supporters of @KeralaABVP and @ABVPVoice
लेफ्टिस्ट तुम बाहर जाओ, हमारा केरला वापस लाओ।
भारत माता की जय। pic.twitter.com/TRIEXl51Nh— Rajan Dubey Abvp (@RajanRDX) September 1, 2018
একনজরে দেখে নেব আসন বিন্যাসঃ-
নালন্দা ইউনিভার্সিটি পেরালার মোট আসন ১৪ টি যার মধ্যে ABVP-১৪, LEFT-০০, NSUI-০০,
IHRD কলেজ কুম্বলে মোট আসন ১০ জাত মধ্যে ABVP-১০, LEFT-০০, NSUI-০০
গোবিন্দ পারে কলেজ মন্জেসর এর মত আসন ৮ যার মধ্যে ABVP-৮, LEFT-০০, NSUI-০০,
মোট ৩২টি আসনের মধ্যে ৩২টিই জেতে ABVP