নিউজ ডেস্ক, নিউদিল্লীঃ- লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে ।
লোকসভা ভোটের মুখে কংগ্রেসকে বড়ো ধাক্কা দিয়ে কংগ্রেস ছাড়লেন এক বড় কংগ্রেস নেতা তথা উত্তরপূর্ব ভারতের শিলং-এর পাঁচবারের মুখ্যমন্ত্রী ডনওয়া দাথেলসন ল্যাপং । কংগ্রেসের দুর্নিতি সহ্য করতে না পেরেই তিনি দল ত্যাগ করলেন বলে জানিয়েছেন । এর আগেও কংগ্রেসের অনেক নেতা, মন্ত্রী দলের দুর্নিতির বিরুদ্ধে মুখ খুলে দল ত্যাগ করেছেন। তবে এবার এই হেবিওয়েট কংগ্রেস নেতা দল ত্যাগ করায় জাতীয় রাজনীতিতে বেশ চাপে পড়ে গেল কংগ্রেস। সেইসাথে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের সিনিয়র ও বয়স্ক ব্যক্তিদের পদচ্যুত করার নীতি তাকে অপমানিত করেছে , সেইসাথে এতবছর ধরে মেঘালয়ে কংগ্রেস ক্ষমতায় থাকলেও, রাজ্যের উন্নয়নে কোন সাহায্য না করে উল্টে অনেক দুর্নীতি করা হয়েছে এবং শিলং-কে সামনে রেখে খেলা হয়েছে অনেক নোংরা রাজনীতির খেলা । তাই তিনি বলেন, দল সেই সমস্ত পুরোনো নেতাদের অবদান ভুলে গিয়েছে। দলের উন্নয়নকাজে তাদেরও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা আর কেউ শিকার করতে চাইছেন না। আমার এখনও সাধারণ মানুষের হয়ে কাজ করার ইচ্ছা রয়েছে কিন্তু এখনকার দিনে এই দলে সেটা আর করে উঠতে পারছি না। তাই আমি অত্যন্ত হতাশ দলের পরিচালনায়। একজন পুরনো নেতা হিসাবে অপমানিত হয়েই আমি দল ছাড়তে বাধ্য হলাম । তিনি তার পদত্যাগ পত্র কংগ্রেস সভাপতিকে দেন ও বলেন দলের সভাপতি রাহুল গান্ধীর অনুরোধ সত্ত্বেও তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন না।
২০১৯ লোকসভা নির্বাচনে নিজেদেরকে পুনরায় ক্ষমতায় আনার জন্য রাহুল গান্ধী যখন লোকসভা ভোটে বিজেপি কে টেক্কা দেওয়ার জন্য একের পর এক খুঁটি সাজিয়ে চলেছেন, সেই সময় এই বর্ষীয়ান কংগ্রেস নেতার দল ত্যাগ যে কংগ্রেসের জন্য এক বিরাট ধাক্কা সেটা নিঃসন্দেহে বলা যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা । বিজেপি যখন একের পর এক উত্তর-পূর্বের রাজ্য গুলিতে নিজেদের সংগঠন মজবুত করছে সেইসময় উত্তরপূর্ব ভারতের শিলং-এর পাঁচবারের মুখ্যমন্ত্রী ডনওয়া দাথেলসন ল্যাপং ের কংগ্রেস ত্যাগ নিঃসন্দেহে যে বিজেপিকে আরও শক্তিশালি করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখেনা ।