নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
শুক্লা চরণ নোয়াতিয়া মন বদলে ফললেন ২৪ ঘণ্টার মধ্যেই। আবার তার পুরানো দল আইপিএফটি-তেই ফিরছেন তিনি। আইপিএফটি ছেড়ে কংগ্রেসে যাবার ঘোষণা দিয়েছিলেন তিনি ৮ই এপ্রিল রাতে সাংবাদিক ডেকে। ৯ই এপ্রিল রাতেই আবার বললেন তিনি আইপিএফটি ফিরে গেছেন। আইপিএফটিতে ফিরে যাবার জন্য নাকি সারা রাজ্য থেকে অসংখ্য যুবক তাঁকে আবেদন করেছেন যখন তিনি কংগ্রেসে গিয়েছিলেন। তিনি আবার ঘরে গেছেন বলে টেলিফোনে জানিয়েছেন তাদের কথাতে সাড়া দিয়ে। শুক্লা চরণ জানিয়েছেন, তিনি যে কংগ্রেস ছেড়ে আইপিএফটিতে আবার ফিরে গেছেন সেটা তিনি ম্যাসেজ করে প্রদ্যোতকে জানিয়েছেন। সব মিলিয়ে শুক্লা চরণ কংগ্রেসে ছিলেন মাত্র ২৪ ঘণ্টা। এতে তার খুব একটা ক্ষতি না হলেও মুখ পুড়ল প্রদ্যোত কিশোরের। কারন এই ঘটনায় উৎসাহিত হবেন এবং তার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবেন দলের মধ্যে এখনো যারা তার বিরোধী রয়েছে। দলের মধ্যে প্রদ্যোতের অপরিণত রাজনীতি বোধ নিয়েও তারা কথা উঠাতে শুরু করবেন । এদিকে খবর, বিজেপিও চেষ্টায় ছিল শুক্লা চরণকে দলে পুনরায় ফিরিয়ে নিতে বলে জানাযায়। কারন আইপিএফটি’র যুব ব্রিগেড অনেকটাই শুক্লার সঙ্গে। পাহাড়ে যুবকদের কাজে লাগিয়ে রাজনীতি অনেকটাই হাতছাড়া হওয়া শুক্লা চলে যাবার অর্থ। শাসক শিবির এই রিস্ক নির্বাচনের সময় নিতে চায় নি। তাছাড়া শুক্লা চরণকে সন্তুষ্ট করতে আগেই তাকে টিএসআইসিএল’এর চেয়ারম্যান করা হয়েছিল।