নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
অর্থমন্ত্রী অরুণ জেটলি আসন্ন লোকসভা নির্বাচনে প্রকাশিত কংগ্রেসের ইস্তাহারকে ‘বিপজ্জনক প্রতিশ্রুতি’ বলে ব্যাখ্যা করলেন। অবাস্তব ইস্তাহার লাগু করা সম্ভব নয় বলেন তিনি। দেশের অখণ্ডতা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। ২রা এপ্রিল সাংবাদিক সন্মেলন করে অরুণ জেটলি বলেন গত ৭২ বছরে বিভিন্ন প্রান্তে হিংসার সাক্ষী থেকেছে দেশ। জম্মু-কাশ্মীরের মানুষ কংগ্রেসের নীতিহীন সিদ্ধান্তের মাসুল গুনছে। কিন্তু অস্ত্র আইন সংশোধনের কথা বলছে কংগ্রেস তার ইস্তাহারে। যা দেশের পক্ষে মারাত্মক সিদ্ধান্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন। জঙ্গি-মাওবাদীদের কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে পারে কংগ্রেসের এই সিদ্ধান্তে নতুন করে। মোদীর জমানায় জঙ্গি হামলা ও মাওবাদী উপদ্রব কমেছে দাবি অরুণ জেটলির। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠায়। ইস্তাহারে কাশ্মীরের পণ্ডিতদের নিয়ে কিছু বলা হয়নি কেন প্রশ্ন অরুণ জেটলির ?