নিউজ ডেস্ক, নিউ দিল্লীঃ- এবার সম্পূর্ণ দেশে এনআরসি-র পথে ভারত ।
দিল্লীতে আয়োজিত বিজেপির জাতীয় সচিব তথা ত্রিপুরার রাজ্য প্রভারি সুনীল দেওধর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘মাই হোম ইন্ডিয়া’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এনআরসি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে প্রশ্ন করা হলে, তিনি জানান এনআরসি ভারতীয় নাগরিকদের চিহ্নিত করে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয়, তাই আগামী দিনে সারা দেশে এনআরসি চালু করার কথা ভাবা হচ্ছে । তবে সেইসাথে জাতীয় নাগরিক পঞ্জী থেকে কোনও ভারতীয়ের নাম বাদ পড়বে না বলে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারতের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে, কারা ভারতীয় আর কারা বিদেশি, সে কথা জানা অত্যন্ত জরুরী ।
প্রসঙ্গত, সম্প্রতি অসমে জাতীয় নাগরিক পঞ্জীর প্রাথমিক তালিকা থেকে ৪০ লক্ষের বেশী মানুষের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তুমুল বিতর্ক শুরু হয়েছে, সেই সুত্রেও তিনি জানান সম্পূর্ণ কাজটি শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের আদেশে ও তদারকিতে সংগঠিত হয়েছে তাছাড়াও ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলেই এনআরসি প্রক্রিয়া শুরু হয় এবং ২০০৫ সালে মনমোহন সিং সরকারের আমলে এই প্রক্রিয়া আপডেট করার সিদ্ধান্ত হয় বলেও ফের একবার সকলকে অবগত করান তিনি ।