![]() |
ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং সুনিল দেওধর |
রাজপথ কাপালো বিজেপি। টার্গেট ছিলো ১৫০০০ হাজার, ভিড় জমালো ২০০০০ উপজাতি। গতকাল অরুণাচল এর মুখ্যমন্ত্রী প্রেমা খণ্ড এর উপস্থিতিতে বিজেপি জনজাতি মোর্চা আগরতলা শহরে এক শহীদ স্মরণ সভার আয়োজন করে। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী থেকে রেলি শুরু করে শেষ হয় নর্থ গেইট এ। পায়েল মুড়াসিং,জুলিয়া দেববর্মা, বিথীকা দেববর্মা, চাঁদামোহন ত্রিপুরা, নিশিকান্ত চাকমা ও দয়ারুঙ্গ ত্রিপুরা কে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। সভায় প্রেমা খণ্ড বক্তব্যে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। তার বক্তব্যে উঠে আসে মোদী ই একমাত্র প্রধানমন্ত্রী যিনি উত্তর-পূর্ব ভারত কে মর্যাদা দিচ্ছেন।