![]() |
বন্যায় ত্রান বিতরণে সুনিল দেওধর, আগরতলা, ত্রিপুরা |
ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে প্রশাসন, চলছে উদ্ধার কাজ, কিন্তু রাজনীতিক দলের কাছে হেরে যাচ্ছে রাজ্য সরকার। বন্যা পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে উদ্ধার ও ত্রাণ কাজে বেজেপি ও সিপিআইএম দুই দলের কর্মী সমর্থকরা। যেখানে প্রশাসন এর দেখা নেই সেখানে পৌঁছে যাচ্ছে তারা। রাজ্য বেজেপি প্রভারি সুনীল দেওধর কে দেখা গেলো ত্রাণ কাজে। উদ্যেশ্য রাজনীতিক হৌক বা সামাজিক শহরবাসীকে এই দুই দলের প্রচেষ্টা কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে উঠেছে।ভোটের পরে এহেন পরিস্থিতি এলে কে কতটুকু পাশে থাকবে এটাই দেখার।