এই রাজ্যের হালও হয়ে যাবে জম্মু কাশ্মীরের মত৷ আইএসের ঘাঁটি হয়ে উঠবে পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকে৷ এমনই অভিযোগ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র৷ বিজয়বর্গীয়র মতে এরাজ্যের মুখ্যমন্ত্রী স্বার্থের রাজনীতি করছেন৷ যার ফায়দা তুলছে জঙ্গিরা৷ ইতিমধ্যেই জঙ্গিদের প্রধান আশ্রয় হয়ে উঠেছে বাংলা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো হলে, এই রাজ্যের হাল কাশ্মীরের মত হতে বাধ্য৷ এদিন মমতার সমালোচনা করে তিনি বলেন, ইসলামিক স্টেটের হুমকি ভরা চিঠি যেরকম পাওয়া গিয়েছে, তাতে বিজেপি চিন্তিত৷ মমতা ব্যানার্জির তোষণ নীতির কারণে এমন ঘটছে। মমতা না গেলে এই বাংলায় তারা ঢুকে পড়বে এবং বাংলার পরিণতি হবে জম্মু কাশ্মীরের মতো। মমতার তোষণ নীতির কারণে বাংলা আজ সংকটে। বাংলার লোকদের এই কথাই বোঝাতে হবে। তবে এই মন্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার বিকেলে বলেন কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য কুরুচিকর৷ তাঁর বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া যায় কীনা, সে বিষয়ে বিবেচনা করা হবে৷
নিউজ ডেস্ক কলকাতা ঃ-