নিউজ ডেস্ক, আগরতলা:- বিশ্বমানচিত্রে এবার জায়গা করে নিতে চলেছে ঊনকোটি । আগামী ২৭ নভেম্বর ঊনকোটির প্রত্নতাত্বিক সৌন্দর্য পরিদর্শনে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্ন ।
এই প্রথমবার থাইল্যান্ড থেকে কেও আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার ঊনকোটি আসছেন। তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ২৭ নভেম্বর সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কৈলাশহরে আসবেন রাজকুমারী। কৈলাশহর সার্কিট হাউসে সাময়িক বিরতির পর তিনি দুপুরে রওনা দেবেন ঊনকোটির উদ্দেশ্যে ।
সূত্রের খবর অনুসারে, রাজকুমারীকে স্বাগত জানাতে কৈলাশহর সার্কিট হাউস থেকে উনকোটি পর্যন্ত রাস্তার দুপাশে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে, সেইসাথে থাকবে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন গান। রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নের সাথে থাইল্যান্ডের একটি উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দলও উপস্থিত থাকবে বলে সূত্রের খবর ।